এবারের বিপিএলে শুরুটা বেশ ভালোভাবেই করেছেন পেসার নাহিদ রানা। গতি দিয়ে নাভিশ্বাস তুলেছেন ব্যাটারদের। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের আশেপাশে তার গড়পড়তা গতি। ৩০ ডিসেম্বর বিপিএলের প্রথম ম্যাচটা খেলেছেন তিনি। এরপর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ১১ দিনে তিনি খেলেছেন ৬টি ম্যাচ। পেসারদের টানা ম্যাচ খেললে ইনজুরির সম্ভাবনা থাকে। তাই ইনজুরি থেকে বাঁচতে নাহিদকে বিশ্রাম দেওয়া উচিত বলে মনে করছেন অনেকে। তরুণ এই পেসারের বিশ্রাম নিয়ে কথা বলেছেন রংপুর কোচ মিকি আর্থার।
শনিবার (১১ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকাপে নাহিদ প্রসঙ্গে আর্থার বলেন, ‘আমরা দেখব সামনে কী হয়। খেলোয়াড়দের বিশ্রাম দেয়া এবং খেলানোর ব্যাপারটি মজার। আন্ডারবোলিং (কম বোলিং) বা ওভার বোলিংয়ের (বেশি বোলিং) ব্যাপারটিও। তার বয়স মাত্র ২৪। এখনই সে দারুণ। আমরা যদি তাকে বিশ্রাম দেয়ার সুযোগ পাই তাহলে দেবো। এখানে দাঁড়িয়ে বলা খুব কঠিন যে আমরা কাদের বিশ্রাম দেবো অথবা কাদেরকে খেলাবো।’
নিজের দল নিয়ে সন্তুষ্ট প্রকাশ করে আর্থার বলেন, ‘আমরা খুব ভালো একটি দল পেয়েছি, সেভাবেই সাজিয়েছি দলটি। আমাদের মাঝের ওভারগুলোতে দুইজন ফাস্ট বোলার আছে। আমাদের স্পিনাররাও ভালো পারফর্ম করছে। এই ধারা বজায় রাখাটাও জরুরি। আমরা তাকে বিশ্রাম দেই বা না দেই, না খেললে বুঝতে পারব না সে ক্লান্ত আছে নাকি নেই। আমরা দেখব পরের রাউন্ডে সব কীভাবে যায়।’
এখনও পর্যন্ত বিপিএলের এক মাত্র অপরাজিত দল রংপুর। সব ম্যাচকেই গুরুত্বপূর্ণ মনে করছেন আর্থার। তিনি বলেন, ‘আমি মনে করি এই লিগের মান খুবই ভালো। বিশেষ করে এই কন্ডিশনের মধ্যে এই টুর্নামেন্টে টিকে থাকা দারুণ ব্যাপার। আমার মনে হয় সব দলেই ম্যাচ উইনিং ক্রিকেটাররা আছে। যার কারণে সব ম্যাচই গুরুত্বপূর্ণ।’