মাকে হাসপাতালে ভর্তি করে বাড়ি ফেরার পথে সন্তানের মৃত্যু

0

ফেনীতে টিন বোঝাই গাড়ির নিচে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাত আনুমানিক ৯ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত আবদুল গনি ইমরান জেলার সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কেরানী বাড়ির আহসান উল্লাহর ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। 

নিহতের পিতা আহসান উল্লাহ্ বলেন, ‘ইমরান তার অসুস্থ মাকে চট্টগ্রামে হাসপাতালে ভর্তি করে বাড়িতে ফেরার কথা ছিল। রাত ৮টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানায় সে দুর্ঘটনার শিকার হয়েছে। তাৎক্ষণিক হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই।’

পুলিশ জানায়, রাত আনুমানিক ৮টার দিকে ফতেহপুর এলাকায় টিন বোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ট্রাকের নিচে চাপা পড়েছেন ইমরান। পরে ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ও ফেনী ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মহিপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. হারুনুর রশীদ বলেন, টিন বোঝাই ট্রাক উল্টে চাপা পড়েন ইমরান। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গেই রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here