জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। শুক্রবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়ে অবসরের ঘোষণা দেন তিনি।
তার বিদায়ে আবেগাপ্লুত হয়েছেন সতীর্থরা। বার্তা দিয়েছেন তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এর ব্যতিক্রম হয়নি। তামিমকে ধন্যবাদ জানিয়েছে তারা।
শনিবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে তামিমের ছবি গ্রাফিক্স করে কাভারে রেখেছে বিসিবি। সঙ্গে একটি পোস্টও দিয়েছে তারা।
ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের মাধ্যমে সমাপ্তি ঘটেছে এক অসাধারণ অধ্যায়ের। অগণিত স্মরণীয় মুহূর্ত আর দারুণ সব সেঞ্চুরিতে আপনি ক্রিকেটভক্তদের হৃদয়ে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবেন।’
‘অসম্ভবের বিপক্ষে লড়াই করে জয় চিনিয়ে আনা, আমাদের বিশ্বাস করতে শেখানো, স্বপ্ন পূরণের অনুপ্রেরণা দেওয়া, নতুন করে আশা জাগানো এবং আমাদের আবার স্বপ্ন দেখতে শেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।’
ক্যারিয়ারের দীর্ঘ ১৭ বছরে ব্যাট হাতে বাংলাদেশের হয়ে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন তামিম। তিন ফরম্যাটেই জাতীয় দলের হয়ে নানা রেকর্ড গড়ে তামিম করেছেন হাজারো রান। বাংলাদেশের হয়ে বেশ কিছু আইকনিক মুহূর্তও উপরহার দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
টেস্টে বাংলাদেশের হয়ে মোট ৭০টি ম্যাচ খেলেছেন তামিম। ১৩৪ ইনিংসে করেছেন ৫১৩৪ রান, গড় ৩৮.৮৯। সাদা পোশাকে তার সেঞ্চুরি ১০টি, আছে একটি ডাবল সেঞ্চুরিও, হাফ সেঞ্চুরি করেছেন ৩১টি। টেস্টে তামিমের সর্বোচ্চ রান ২০৬। ২০২৩ সালে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলেছেন তামিম। সে টেস্টে দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ৫২ রান।
ওয়ানডেতে তামিম খেলেছেন ২৪৩ ম্যাচ। ৩৬.৬৫ গড়ে রান করেছেন ৮৩৫৭। সেঞ্চুরি আছে ১৪টি, হাফ সেঞ্চুরি ৫৬টি। এই ফরম্যাটে তার সর্বোচ্চ রান ১৫৮। ২০২৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের শেষ ওয়ানডে খেলেছেন তামিম। সেই ম্যাচে তিনি করেছিলেন ৪৪ রান।
টি-২০তে বাংলাদেশের হয়ে ৭৮টি ম্যাচে মাঠে নেমেছেন তামিম। ২৪.০৮ গড়ে রান করেছেন ১৭৫৮। ৭টি হাফ সেঞ্চুরির সাথে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে একমাত্র সেঞ্চুরিও করেছেন তিনি। এই ফরম্যাটে তার সর্বোচ্চ রান অপরাজিত ১০৩। তামিম নিজের শেষ টি-২০ খেলেছেন ২০২০ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরের সেই ম্যাচে তামিম করেছিলেন ৪১ রান।
তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে ৩৯১ ম্যাচে ৪৪২ ইনিংসে মোট ১৫২৪৯ রান করেছেন তামিম। তার গড় ৩৫.২১, স্ট্রাইক রেট ৭২.৬২। সেঞ্চুরি করেছেন মোট ২৫টি, হাফ সেঞ্চুরি ৯৪টি। তামিম শূন্য রানে আউট হয়েছে ৩৬ বার।