ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

0

মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রোড ব্লকেড করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

শনিবার দুপুর ১২ টার দিকে প্রায় ঘণ্টাব্যাপী ধলেশ্বরী টোল প্লাজায় এ ব্লকেড করে শিক্ষার্থীরা। এতে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী সড়ক ব্লকের কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার উভয় প্রান্তে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। 

পরে প্রশাসনের আশ্বাসে রোড ব্লকেড উঠিয়ে নেয় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। 

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, শ্রীনগর থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা অল্প কিছুক্ষণ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বন্ধ রাখে। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

প্রসঙ্গত, মুন্সিগঞ্জের শ্রীনগরে শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় দিকে এজাহারভুক্ত আসামি শ্রীনগর উপজেলার যুবদলের সদস্য তরিকুল ইসলামকে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ। এ খবরে রাত দশটার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ জেলার বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে নেতাকর্মীরা রোড ব্লকেড করে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here