টানা পাঁচ দিন ধরে দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস সিটি। শহরের পূর্ব ও পশ্চিম প্রান্ত থেকে দাবানল তাণ্ডব চালাচ্ছে। গত মঙ্গলবার থেকে শুরু হয় এই দাবানল। প্রচণ্ড ঝড়ো বাতাসের কারণে আরও ভয়ঙ্কর ও বিধ্বংসী হয়ে ওঠে ও দ্রুত ছড়িয়ে দাবানল। এতে রিপোর্ট লেখা পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এই আগুনকে পারমাণবিক বোমা হামলার সঙ্গেও তুলনা করা হচ্ছে। কেউ কেউ বলছেন, যুক্তরাষ্ট্রের এই অঞ্চল এখন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান হয়ে গেছে। নিজেদের বাড়িঘর সহায় সম্বল সব চোখের সামনেই শেষ হয়ে যাচ্ছে। পরিস্থিতি যখন প্রাণ নিয়ে বাঁচার জন্য ছুটে চলা- তখন কিছু মানুষ বাড়িঘর লুটপাটে ব্যস্ত। যে যেভাবে পারছে আগে ভাগেই লুট করে নিয়ে পালাচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসের একটি শহরে কারফিউ পর্যন্ত জারি করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে ভয়াবহতম এই দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ৩৪ হাজার একর জায়গার গাছপালা, ঘরবাড়ি সবকিছু। আগুনে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার স্থাপনা ধ্বংস হয়ে গেছে। হলিউডের অনেক তারকাই বাড়িঘর হারিয়েছেন।
মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগুনে এখন পর্যন্ত আনুমানিক ১৫০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের ক্ষতি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায়- ১৮ লাখ, ২৯ হাজার কোটি টাকারও বেশি। লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন প্রান্তে আগুন নেভাতে দিনরাত কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিভিন্ন স্থানে বিমান থেকে ছিটানো হচ্ছে পানি। তবে এমন দানবীয় আগুনের কাছে খুব একটা কাজে আসছে না।
সূত্র : ডয়চে ভেলে ও বিবিসি।