মাদুরোকে গ্রেফতারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা

0

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার বা তার সম্পর্কিত তথ্য দিতে পুরস্কারের অঙ্ক বাড়িয়েছে আমেরিকা। নতুন ঘোষণায় পুরস্কারের অঙ্ক বাড়িয়ে ২৫ মিলিয়ন ডলার করা হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে মাদুরো তৃতীয় মেয়াদে শপথ গ্রহণের দিনই এ ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মাদুরো ছাড়াও ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো ক্যাবেলোর গ্রেফতার বা দোষী সাব্যস্ত করার জন্য পুরস্কার ঘোষণা করেছে আমেরিকা। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর জন্য ১৫ মিলিয়ন ডলারের নতুন পুরস্কার ঘোষণা করেছে দেশটি।

পাশাপাশি ব্রিটেনও ভেনেজুয়েলার ১৫ জন শীর্ষ কর্মকর্তা, বিচারক, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সামরিক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ব্রিটেনের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস জানিয়েছে, এসব কর্মকর্তা গণতন্ত্র ধ্বংস, আইনের শাসন লঙ্ঘন এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী। মাদুরোর শাসন ব্যবস্থাকে প্রতারণাপূর্ণ বলে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।

মাদুরোর শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এবং ভেনেজুয়েলার বিরোধী নেতারা তীব্র সমালোচনা করেছেন।

ভেনেজুয়েলার বিরোধী দলের দাবি, গত বছরের বিতর্কিত নির্বাচনে তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ ৬৭ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন। মাত্র ৩০ শতাংশ ভোট পেয়েছেন মাদুরো।

স্বতন্ত্র পর্যবেক্ষক সংস্থা কার্টার সেন্টার এবং কলম্বিয়ার ইলেকটোরাল মিশন, এমনকি সিএনএন-এর বিশ্লেষণ অনুযায়ী বিরোধীদের দাবিকৃত ফলাফল সঠিক। গঞ্জালেজকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ।

বর্তমানে নির্বাসনে রয়েছেন এডমুন্ডো গঞ্জালেজ। শুক্রবার ডমিনিকান রিপাবলিকে তিনি অবস্থান করছিলেন বলে জানা গেছে। তিনি মাদুরোর শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে কারাকাসে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

শপথ গ্রহণের আগে কলম্বিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ ও ফ্লাইট স্থগিত করে ভেনেজুয়েলা। তবে এমন সিদ্ধান্তের কোনও কারণ জানানো হয়েছে।

উপস্থিত সাংবাদিকরা জানিয়েছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানটি জাতীয় পরিষদের ছোট একটি কক্ষে অনুষ্ঠিত হয়েছে। যা আগের প্রধান কক্ষে আয়োজিত অনুষ্ঠানের চেয়ে অনেকটাই ভিন্ন।

এদিকে, বৃহস্পতিবার কারাকাসে এক বিক্ষোভে ভাষণ দেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। পরে তাকে আটক করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ভেনেজুয়েলা সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here