গাজীপুর কারাগারে অসুস্থ হয়ে শ্রমিক লীগ নেতার মৃত্যু

0

গাজীপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলামের মৃত্যু হয়েছে। 

শুক্রবার বিকেলে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেখ জহিরুল ইসলাম উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মো. মজিবর রহমানের ছেলে।

তিনি শ্রীপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় গত ৫ ডিসেম্বর গ্রেফতার হয়ে কারাগারে বন্দি ছিলেন।

গাজীপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, জহিরুল ইসলাম ডায়াবেটিস ও হৃদরোগে ভোগছিলেন। শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কারাগারের ভেতর জহির বুকে ব্যথা অনুভব করেন। তাকে তাৎক্ষণিকভাবে কারাগারের হাসপাতালে নেওয়া করা হয়। কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

তিনি বলেন, পরে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টা ২০ মিনিটের দিকে জহিরকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরপরই জহিরের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শেখ ফরহাদ বলেন, বিকেলে জহিরুল ইসলামকে আমরা মৃত অবস্থায় পাই। বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে আনা হয়েছিল বলে কারারক্ষীরা জানিয়েছেন। আমার ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here