পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘নিঃশর্ত খালাস’ দিয়েছেন আদালত।
শুক্রবার তাকে ‘নিঃশর্ত অব্যাহতি’ দিয়ে সাজা ঘোষণা করেন নিউ ইয়র্কের বিচারক হুয়ান মার্চান। ফলে তাকে কারাদণ্ড বা জরিমানা মুখে পড়তে হয়নি।
এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রায় ঘোষণার সময় বিচারক মার্চান বলেন, ‘এটি সাধারণ কোনো মামলা ছিল না। এর ওপর অনেকের নজর ছিল। তবে আদালতের কাছে যেকোনো মামলাই সাধারণ।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০০৬ সালে নেভাডা অঙ্গরাজ্যে একটি হোটেলে ট্রাম্পের সঙ্গে স্টর্মি ড্যানিয়েলসের যৌন সম্পর্ক হয়। সেই ঘটনা যাতে তিনি কাউকে না বলেন, এ জন্য ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে ২০১৬ সালে তাকে এক লাখ ৩০ হাজার মার্কিন ডলার দেন ট্রাম্প। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন ট্রাম্প। ঘুষ দেওয়ার সেই তথ্য তিনি তার ব্যবসায়িক নথিতেও গোপন করেন।
অবশ্য ট্রাম্প স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক ও ঘুষ দেওয়ার অভিযোগ বরাবর অস্বীকার করেছেন। ট্রাম্পের দাবি, এসব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার হোয়াইট হাউসে প্রবেশ ঠেকাতে এসব করেছে বাইডেন প্রশাসন।
এসব অভিযোগে গত বছরের মে মাসে ৩৪টি অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়।
তবে ‘নিঃশর্ত অব্যাহতি’ বা ‘আনকন্ডিশনাল ডিসচার্জ’ অনুযায়ী, তার দোষী সাব্যস্ত হওয়া রেকর্ডে থাকবে, কিন্তু তাকে কারাদণ্ড, জরিমানা বা পর্যবেক্ষণের মুখোমুখি হতে হবে না। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন ট্রাম্প।