ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং সৌদি নেতৃত্বাধীন আরব জোটের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করার জন্য সানায় পৌঁছেছে ওমানের একটি প্রতিনিধিদল।
গতকাল শনিবার ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছে ওমানের প্রতিনিধিদলটি। খবর-পার্সটুডের।
গত বছর জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে ছয় মাসের যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে গত অক্টোবর মাসে এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তা আর বাড়ানো হয়নি।
ওমানের প্রতিনিধিদলের সঙ্গে ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালামও ইয়েমেন এসে পৌঁছেছেন। তিনি নিজে এ ব্যাপারে টুইটারে একটি বার্তা দিয়েছেন তবে বিস্তারিত কিছু বলেননি।
এর আগে আব্দুস সালাম বলেছিলেন, সৌদি আগ্রাসনের অবসান ঘটাতে হবে এবং ইয়েমেনের ওপর যত অবরোধ ও নিষেধাজ্ঞা আছে তা সব তুলে নিতে হবে। পাশাপাশি ইয়েমেনের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে বেতন-ভাতা বকেয়া রয়েছে তা পরিশোধের ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে ইয়েমেনের মাটি থেকে বিদেশি সমস্ত সেনা প্রত্যাহার করতে হবে বলেও তিনি উল্লেখ করেছিলেন।
অবশ্য, এরইমধ্যে খবর বের হয়েছে যে, সৌদি আরব ইয়েমেনে চলমান যুদ্ধের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে।
২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে।