আবারও সাজা পেলেন শ্রীলঙ্কার সেই ‌‘উস্কানিদাতা’ বৌদ্ধ সন্ন্যাসী

0

ইসলাম ধর্ম অবমাননা এবং ধর্মীয় বিদ্বেষ উস্কে দেওয়ার অভিযোগে কট্টরপন্থী এক বৌদ্ধ সন্ন্যাসীকে সাজা দিয়েছে শ্রীলঙ্কার একটি আদালত। তাকে  নয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। রায়ে সাজার পাশাপাশি তাকে ১৫০০ শ্রীলঙ্কান রুপি জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্থ না দিলে তাকে আরও এক মাস কারাগারে থাকতে হবে।

ওই বৌদ্ধ সন্ন্যাসী ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।

২০১৬ সালের এক সংবাদ সম্মেলনে ইসলাম নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দেন সন্ন্যাসী গালাগোদাত্তে জ্ঞানসারা। গতকাল বৃহস্পতিবার কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালত তাকে দোষী সাব্যস্ত করে।

জ্ঞানসারা এ নিয়ে তৃতীয়বার দণ্ডিত হলেন। ২০১৯ সালেও তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে সেবার তাকে রাষ্ট্রপতির ক্ষমা করেন।

রায় দেওয়ার সময় আদালত বলেছে, লঙ্কার সংবিধান অনুযায়ী সকল নাগরিক তার বিশ্বাস অনুযায়ী ধর্মচর্চার অধিকার রাখেন। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন জ্ঞানসারা। তবে আপিলের চূড়ান্ত রায় হওয়ার আগে তার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন বিচারক।

২০২২ সালের গণ বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন গোতাবায়া রাজাপকসে। তার সময় জ্ঞানসারা শ্রীলঙ্কার একটি সিংহলি জাতীয়তাবাদী বৌদ্ধ দলের নেতৃত্বে দিতেন। নিজে ধর্মীয় বিদ্বেষ উস্কে দিলেও তাকেই ধর্মীয় সম্প্রীতি রক্ষার বিশেষ ট্রাস্কফোর্সের প্রধান করেছিলেন গোতাবায়া।

রাজাপাকসে ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছর দেশটির মুসলিম সংখ্যালঘুদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার দায়ে জ্ঞানসারাকে চার বছরের সাজা দেয় আদালত। তবে আপিলে তাকে জামিন দেওয়া হয়েছিল। ২০১৮ সালে জ্ঞানসারাকে আদালত অবমাননা এবং দেশটির একজন নিখোঁজ রাজনৈতিক কার্টুনিস্টের স্ত্রীকে ভয় দেখানো এবং অভিযোগে ছয় বছরের সাজা দিয়েছিল আদালত। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here