বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর অনবদ্য গল্প লিখলো বসুন্ধরা কিংস। ফকিরেরপুল ইয়াংমেন্সকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ভ্যালেরিও তিতার শিষ্যরা।
ঘরের মাঠ কিংস অ্যারেনায় খেলার শুরুর দিকে কিংসের জালে বল জড়িয়েছিল ফকিরেরপুল। তবে সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় কিংস।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি ইয়াংমেন্সের ওপর বয়ে যায় কিংস ঝড়। ম্যাচের ৬৮ মিনিটে সমতাসূচক গোলটি করে কিংস। গোল করেন জোনাথন ফার্নান্দেজ। ১ মিনিটে দলকে ২-১ গোলে এগিয়ে দেন ফয়সাল আহমেদ ফাহিম।
৭৪ মিনিটে কিংস আবারও এগিয়ে যায়। জোনাথনের পাস থেকে গোল করেন বদলি নামা রফিকুল ইসলাম। বিধ্বস্ত ইয়ংমেন্সের শেষ সর্বনাশটা করেন রাকিব হোসেন। ম্যাচের ৮৩ মিনিটে তার গোলেই এক হালি পূর্ণ করে কিংস।
বর্তমানে সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগের চতুর্থ স্থানে আছে বসুন্ধরা কিংস।