গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক সেলিম মিয়া (৪০) নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার হালিউড়া এলাকার হোসেন আলীর ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলাউদ্দিন জানান, শুক্রবার সকালে একটি বাস সিলেট থেকে ঢাকার দিকে এবং বিপরীত দিক থেকে একটি পিকআপ ঘোড়াশালের দিকে যাচ্ছিল। বাস ও পিকআপটি টঙ্গী-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জ উপজেলার চুয়ারিখোলা এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ চালক সেলিম মিয়া মারা যান। খবর পেয়ে পুলিশ বাস ও পিকআপটি জব্দ এবং লাশ উদ্ধার করে।