রাঙামাটিতে ২ দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় শোতোকান কারাতে শুরু

0

রাঙামাটিতে ২ দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় শোতোকান কারাতে শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় রাঙামাটি জিমনেসিয়ামে শোতোকান কারাতে উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ। এসময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন ও রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।  

শোতোকান কারাতে রাঙামাটিসহ মোট ৭টি জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। জেলাগুলো হচ্ছে- রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর ও নোয়াখালী। এসব জেলা থেকে ৭০ জন ছেলে ও ১০০ জন মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কারাতে পরিচালনা করেন রাঙামাটি শোতোকান কারাতে দো অ্যাসোসিয়েশনের সভাপতি ছোটন চাকমা ও সাধারণ সম্পাদক যশস্বী চাকমা।

রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ বলেন, তরুণদের অংশগ্রহণের মাধ্যমে রাঙামাটিতে পালিত হচ্ছে তারুণ্যের উৎসব। ম্যারাথন, কারাতে, ক্রিকেট ও মহিলাদের হ্যান্ডবল প্রতিযোগিতার মাধ্যমে প্রায় অর্ধমাসব্যাপী তারুণ্যের বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিদিন থাকছে কোনো না কোনো প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় যুবক, তরুণ-তরুণী ও নারীদের অংশগ্রহণ থাকছে। সবাই উৎসবে অংশ নিয়ে আনন্দিত। 

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here