বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

0

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। 

রবিবার যাত্রীরা রাজধানীর বিআরটিসি বাস ডিপো থেকে এই টিকিট সংগ্রহ করতে পারবেন।

প্রথম দিনে মিলবে ১৪ এপ্রিলের টিকিটি। এর মধ্যদিয়ে এবারের ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করতে যাচ্ছে সরকার মালিকানাধীন গণপরিবহনটি। এ বছর বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস চলবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।

করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জানিয়েছেন, আগামী ১৪ এপ্রিল থেকে ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে রাষ্ট্রায়ত্ত এ পরিবহন সংস্থা।

তিনি আরও জানান, বিআরটিসির বর্তমান রুটগুলোতে চলাচলকারী বাসের টিকেট অগ্রিম দেওয়া হচ্ছে। এছাড়া ঈদ উপলক্ষে ঢাকা ও আশপাশের বিভিন্ন রুটে চলাচলকারী প্রায় ৫০০ বাস দূরপাল্লার রুটে চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here