টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালে গ্রিনকে পাওয়ার আশায় অস্ট্রেলিয়া

0

মাঠে ফেরার পথে একধাপ এগিয়েছেন ক্যামেরন গ্রিন। পিঠের অস্ত্রোপচারের প্রায় তিন মাস পর শুরু করেছেন রানিং। দীর্ঘদিন বাইরে থাকা এই পেস বোলিং অলরাউন্ডারকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাওয়ার আশা করছে অস্ট্রেলিয়া।

লর্ডসে আগামী জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার অভিযানে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। অলরাউন্ডার হলেও গ্রিনকে আপাতত ব্যাটসম্যান হিসেবে ফেরানোর কথা ভাবছে তারা।

গত বছরের সেপ্টেম্বরে সবশেষ অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেন গ্রিন। পরের মাসে ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের পিঠে অস্ত্রোপচার করানো হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের দৌড়ানোর একটি ভিডিও পোস্ট করেন তিনি। এরপরই শুরু হয় তার ফেরা নিয়ে আলোচনা। শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের জন্য বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। এদিনই সংবাদ সম্মেলনে গ্রিনকে নিয়ে আশার কথা শোনান অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলের প্রধান জর্জ বেইলি।

আগামী মাসে গ্রিনের অস্ত্রোপচার পরবর্তী স্ক্যান করা হবে। আশা করা হচ্ছে, মে মাসে তিনি ব্যাটিংয়ে ফিরবেন। তবে বোলিংয়ে ফিরতে তার আরও সময় লাগবে। জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর তার বোলিংয়ে ফেরার সম্ভাবনা রয়েছে।

অস্ট্রেলিয়ার জার্সিতে এখন পর্যন্ত ২৮টি করে টেস্ট ও ওয়ানডে খেলেছেন গ্রিন। টি-টোয়েন্টি খেলেছেন তিনি ১৩টি। তিন সংস্করণ মিলিয়ে তার রান ২ হাজার ২৬৬। দুটি সেঞ্চুরি আছে তার টেস্টে। আর উইকেট নিয়েছেন ৬৭টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here