পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

0

আজ শুক্রবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল গোটা এলাকা। ৮টার সূর্যের ঝলমলে আলো ছড়িয়ে পড়লে স্বস্তি ফিরে জনজীবনে। তবে প্রতিদিন বিকেলের পর থেকে পরদিন সকাল পর্যন্ত হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন সকালে কাজে যোগ দেওয়া খেটে খাওয়া মানুষ।

সকালে রোগী নিয়ে আসা উপজেলা সদরের হাফিজাবাদ ইউনিয়নের পাঠান পাড়া এলাকার অটো চালক আব্দুল কাদের বলেন, শীতে আমাদের অনেক দুর্ভোগ। ফজরের পর বাড়ি থেকে বের হই। কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। এখন রোদের জন ভাল লাগছে। তবে ঠান্ডার কারণে মানুষ বেশি প্রয়োজন ছাড়া গাড়িতে উঠে না। আমাদের আয় ইনকাম কমে যায় শীতের সময়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, শুক্রবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ৮৯ শতাংশ। তিনদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলমান। এই সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here