চীনে এমপক্স ভাইরাসের নতুন স্ট্রেন শনাক্ত

0

চীনে এমপক্স ভাইরাসের নতুন স্ট্রেন ক্লেড আইবি শনাক্ত হয়েছে। 

বৃহস্পতিবার দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্সের সংক্রমণকে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছিল। এরপর এই ভাইরাসটির সংক্রমণ আরও দেশে ছড়িয়ে পড়েছে।

চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, তারা আইবি সাবক্লেডের একটি ক্লাস্টারের প্রাদুর্ভাব খুঁজে পেয়েছে। যে ব্যক্তির দেহে এটি শনাক্ত হয়েছিল তিনি আফ্রিকার দেশে কঙ্গোতে ভ্রমণ করেছিলেন। ওই বিদেশির সাথে ঘনিষ্ঠ যোগাযোগের পরে সংক্রামিত ব্যক্তিদের মধ্যে আরও চারটি ঘটনা পাওয়া গেছে। রোগীদের মধ্যে যেসব লক্ষণ পাওয়া গেছে তার মধ্যে হালকা ত্বকে ফুসকুড়ি ও ফোসকা অন্তর্ভুক্ত।

এমপক্স ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শরীরে ফ্লুর মতো লক্ষণ এবং পুঁজভর্তি ক্ষত সৃষ্টি করে। যদিও সাধারণত হালকা, বিরল ক্ষেত্রে এটি মারাত্মক হতে পারে। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here