মোরেলগঞ্জে সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

0

বাগেরহাটের মোরেলগঞ্জে সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রবিবার বেলা ১১টার দিকে আউশ ধান চাষিদের হাতে ৫ কেজি ধান বীজ, মাটিতে নাইট্রোজেন ও ফসফরাসের চাহিদা মোটাতে ১০ কেজি ডিএপি ও গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ পুষ্টির চাহিদা মেটাতে ১০ কেজি এমওপি সার তুলে দেন।

উপজেলা কৃষি কর্তকর্তা আকাশ বৈরাগী জানান, চলতি আউশ মৌসুমে মোরেলগঞ্জে ১  হাজার ৭০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের আউশ ধান চাষের জন্য ১৭ হাজার ৫০০ কেজি ধানবীজ সরবরাহ করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে বীজ বপনের পরে  ৩ মাস ১০ দিনের মাথায় এ বছর সাড়ে ৭ হাজার মেট্রিকটন আউশ ধান উৎপাদন হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here