গাজা স্থল অভিযানে ইসরায়েলি ৪০০ সেনা নিহত

0

প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধে ৪৫ হাজারের বেশি সাধারণ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। তবে এমন নির্বিচার হত্যাকাণ্ডের পরও থেমে নেই প্রতিরোধ। গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনীকে বেশ ধকল সামলাতে হচ্ছে। বিশ্বের অন্যতম সামরিক শক্তিকেও স্বাধীনতাকামী সংগঠনগুলোর প্রতিরোধের সামনে ধুঁকতে হচ্ছে।

সম্প্রতি গাজায় তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ফলে গাজায় স্থল অভিযানে গিয়ে প্রাণ হারানো ইসরায়েলি সেনার সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। 

আগের এক প্রতিবেদনে ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, ২০২৪ সালে সবমিলিয়ে ৩৬৩ জন সেনা প্রাণ হারান। নিহতদের বেশিরভাগই গাজায় নিহত হন।

সব মিলিয়ে, হামাসের বিরুদ্ধে স্থল অভিযান ও সীমান্ত এলাকায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৪০১ জনে দাঁড়িয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। হামাসের এই হামলায় অপ্রস্তুত ইসরায়েল হতবিহবল হয়ে পড়ে। প্রাণ হারান এক হাজার ২০০ মানুষ এবং হামাসের হাতে জিম্মি হন ২৫১ জন।

এই হামলার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে পরে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। সেদিনই শুরু হয় পাল্টা হামলা, যা আজ অবধি চলছে। মাঝে নভেম্বরে এক সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ছাড়া এই যুদ্ধে কোনো বিরতি নেই। ইসরায়েলের নির্বিচার হামলায় ৪৬ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের দাবি, এই সময়সীমার মধ্যে তারা ১৮ হাজার হামাস যোদ্ধাকে যুদ্ধক্ষেত্রে হত্যা করেছে এবং আরও এক হাজার হামাস সদস্যকে ইসরায়েলি ভূখণ্ডে হত্যা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here