ইংল্যান্ড যুবাদের নেতৃত্বে মাইকেল ভনের ছেলে আর্চি

0

ইংল্যান্ড জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন মাইকেল ভন। এবার তারই পথ অনুসরণ করেছেন ছেলে আর্চি ভন। জানুয়ারির শেষদিকে সাউথ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ দলের সফরে ইংল্যান্ড যুব দলের নেতৃত্ব থাকবে আর্চির কাঁধে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি যুব ওয়ানডে ও দুটি যুব টেস্ট খেলবে ইংল্যান্ড। আগামী ১৭ জানুয়ারি শুরু হবে মাঠের লড়াই।

ইংল্যান্ডের সর্বকালের সেরা অধিনায়কদের একজন মাইকেল ভন। ৫১ টেস্ট, ৬০ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টিতে ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়কত্ব করেন তিনি। তার নেতৃত্বে ২৬ টেস্ট, ৩২ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি জেতে ইংলিশরা। ২০০৫ অ্যাশেজ জয়ী ইংল্যান্ড দলের অধিনায়ক ছিলেন তিনি।

সাবেক এই টপ অর্ডার ব্যাটসম্যান সব মিলিয়ে দেশের হয়ে ৮২ টেস্ট, ৮৬ ওয়ানডে ও দুটি ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ সেঞ্চুরিতে রান করেছেন ৭ হাজার ৭২৮।

বাবার মতো আর্চিও টপ অর্ডার ব্যাটসম্যান। সঙ্গে করতে পারেন কার্যকর অফ স্পিনও। ব্যাটে-বলে নিজের সামর্থ্যের কিছু ঝলক এরই মধ্যে দেখিয়েছেন তিনি। এবার নেতৃত্বগুণ দেখানোর পালা তার।

এ প্রসঙ্গে আর্কি ভন জানিয়েছেন, ‘ক্রিসমাসের আগে অনুশীলনের সময় জানতে পেরেছিলাম যে, অধিনায়ক হতে চলেছি এবং খুব বিশেষ একটি মুহূর্ত ছিল। এ পর্যায়ে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া সত্যিই বিশেষ কিছু। তবে দলকে নেতৃত্ব দেয়া অন্য কথা।’

‘যদি কেউ আমাকে এক বছর আগে বলত সমারসেটের প্রথম দলে ঢুকতে চলেছি এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দিতে চলেছি, তাদের কথা বিশ্বাস করতাম না। এগুলো খুব দ্রুত ঘটেছে। তবে আমি পা মাটিতে রাখছি এবং কঠোর পরিশ্রম করে যাব।’

গত বছরের মে-তে সমারসেটের সাথে চুক্তি হয় জুনিয়র ভনের। পরে চ্যাম্পিয়নশিপে টন্টনের বিপক্ষে ১৪০ রানে ১১ উইকেট শিকার করেছিলেন। সমারসেটের হয়ে চারটি ফার্স্টক্লাস এবং সাতটি ৫০ ওভারের ম্যাচ খেলে ৩০৮ রান করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here