চলচ্চিত্রের আঁতুড়ঘর এফডিসি। আগের থেকে সিনেমা নির্মাণ কমে যাওয়ায় এখন এফডিসি নির্মাতা, শিল্পীদের আনাগোনা কম। তবে নানা সংগঠনের নির্বাচনের সময়ে বেশ জমজমাট হয়ে ওঠে এফডিসির উঠান। এখন এফডিসি মাতোয়ারা চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনকে ঘিরে। সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ শুক্রবার (১০ জানুয়ারি)অনুষ্ঠিত হবে।
দিনটিকে কেন্দ্র করে এখন থেকেই জমজমাট হয়ে উঠেছে এফডিসি। নির্বাচনে ‘যদি আপনাদের রায় পাই, চলচ্চিত্রকে জাগাতে চাই’ স্লোগানে মুশফিকুর রহমান গুলজার-সাফি উদ্দিন সাফি পরিষদ এবং ‘পাশে আছি-পাশে ছিলাম, পাশেই থাকব’ স্লোগানে শাহীন সুমন-শাহীন কবির টুটুল পরিষদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে এ জে রানা ও বি এইচ নিশান।
নির্বাচনে মোট ভোটার ৩৯১ জন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। উল্লেখ্য, এর আগে গত ২৮ ডিসেম্বর এ নির্বাচন হওয়ার কথা ছিল। চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২৪ মেয়াদের কমিটিতে সভাপতি পদে আছেন কাজী হায়াৎ। নির্বাচনে মোট ভোটার ৩৯১ জন। নির্বাচনের দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার।