শিন তাই-ইয়ংকে ছাঁটাইয়ের এক দিন পরই প্যাট্রিক ক্লাইভার্টকে প্রধান কোচ নিয়োগ দিয়েছে ইন্দোনেশিয়া। মূলত ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্যেই এই ডাচ কিংবদন্তীকে কোচিংয়ের দায়িত্ব দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
ক্লাইভার্টের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ইন্দোনেশিয়া। অবশ্য চুক্তিতে মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
আগামী রবিবার জাকার্তায় জাতীয় দলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেবে ইন্দোনেশিয়ার ফুটবল ফেডারেশন। তার দায়িত্বে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ হবে আগামী ২০ মার্চ, বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
ডাচ উপনিবেশ আমলে ‘ডাচ ইস্ট ইন্ডিজ’ নামে ১৯৩৮ বিশ্বকাপে খেললেও স্বাধীনতা লাভের পর এখন পর্যন্ত কোনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইন্দোনেশিয়া।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এশিয়া অঞ্চলের তৃতীয় রাউন্ডে ৬ ম্যাচে ১ জয় ও ৩ ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে তিনে আছে ইন্দোনেশিয়া। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জাপান।
গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি জায়গা পাবে বিশ্বকাপে। ইন্দোনেশিয়া গ্রুপে তৃতীয় বা চতুর্থ হতে পারলেও, বাছাইয়ের পরের রাউন্ড ও আন্তঃমহাদেশীয় প্লে অফের মাধ্যমে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ পাবে তারা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে হবে ২০২৬ বিশ্বকাপ। এই আসর থেকে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে করা হয়েছে ৪৮টি।
আয়াক্স, এসি মিলান ও বার্সেলোনার মতো ক্লাবের হয়ে খেলার পর বিভিন্ন ভূমিকায় ফুটবলের সঙ্গে সম্পৃক্ত থেকেছেন ক্লাইভার্ট। তুরস্কের ক্লাব আদানা দেমিরস্পোর ও কুরাসাও জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। পিএসজির ক্রীড়া পরিচালক, নেদারল্যান্ডস ও ক্যামেরুনের সহকারী কোচ, আয়াক্সের যুব দলের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।