যশোরের কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্য উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উৎসবে রচনা প্রতিযোগিতা, ব্যাডমিন্টন, কুইজ প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আসাদুজ্জামান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার তোরাব ইসলাম, সহকারী অধ্যাপক আবু তালেব, প্রবীর কুমার সরকার, মাহবুবুর রহমান টুলু, আব্দুল আহাদ, জামশেদ আলী, রোকনুজ্জামান, রমেশ চন্দ্র দাস, মতিয়ার রহমান, আতাউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল