বিস্তীর্ণ মাঠ জুড়ে পেঁয়াজ চাষের মহোৎসব

0

নিজ পরিবারের চাহিদা মিটিয়ে বাজারের চাহিদা পুরণে পেঁয়াজ চাষে মেতেছেন চাষিরা। তীব্র শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে কাক ঢাকা ভোর বেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পেঁয়াজ চাষিরা তাদের জমিতে দিনমজুর নিয়ে চারা রোপণ ও পরিচর্যা করছেন। 

বিভিন্ন এলাকার মাঠে দেখা যায়, পেঁয়াজ চাষিরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে চারা তুলছেন কেউবা আবার আটি বাদছেন এবং পরিচর্যা করছেন। বিস্তীর্ণ মাঠ জুড়ে পেঁয়াজ চাষের মহা উৎসব দেখা যায়। 

মুকুন্দপুর ইউপির জগন্নাথপুর, মহদিপুর গ্রামের পেঁয়াজের চারা বিক্রেতা মো. সাইফুল ইসলাম ও আব্দুল কাদের বলেন, তারা এবার ১২ ও ২০ শতক জমিতে বীজতলায় পেঁয়াজের ৫ কেজি বীজবপন করছেন। তারা গত শনিবার কাহারোল হাটে পেঁয়াজের চারা বিক্রি করছেন প্রায় ৮০ থেকে ৮৫ হাজার টাকার মতো। তাদের মোট খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। 

কাহারোল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ জানান, পেঁয়াজের উৎপাদন ভালো যাতে হয়, সে জন্য কৃষি বিভাগ চাষিদের সকল প্রকার সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে এবং লক্ষ্যমাত্রার চেয়ে বেশি এবার জমিতে পেঁয়াজ আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়নে ১৭৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষাবাদের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে কৃষি বিভাগ জানায়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here