রামুতে গরু পাচারকারীদের সঙ্গে বিজিবির গোলাগুলি, নিহত ১

0

কক্সবাজারের রামুতে গরু পাচারকারীদের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক দোকান কর্মচারী নিহত এবং তিনজন আহত হয়েছেন।

শনিবার রাতে সাড়ে ৯টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুর জব্বার (৪০) রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ এলাকার মৃত জাকের আহমদের ছেলে। 

তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি স্থানীয় ইউপি চেয়ারম্যান। 

এ ব্যাপারে বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোন ধরনের সাড়া না দেওয়ায় কথা বলা সম্ভব হয়নি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here