‘জাঞ্জির’ সিনেমার রিমেক নিয়ে এখনো পস্তান রামচরণ

0

মুক্তির অপেক্ষায় গেমচেঞ্জার। এক সাক্ষাৎকারে সিনেমার প্রোমোশনে এসে ১২ বছর পর অমিতাভ বচ্চনের ‘জাঞ্জির’ সিনেমার রিমেক নিয়ে অনুশোচনা করেন রামচরণ। বলিউড সিনেমার রিমেকে কাজ করা ক্যরিয়ার সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত বলে স্বীকারোক্তি রামচরণের। তার ওপর আবার অমিতাভ বচ্চনের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা মুখের কথা নয় বলেও এক সাক্ষাৎকারে জানালেন দক্ষিণী অভিনেতা।

আগামী ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে রামচরণ ও কিয়ারা আদভানি অভিনীত ‘গেমচেঞ্জার’। সম্প্রতি সিনেমার প্রমোশন নিয়ে ব্যস্ত আছেন অভিনেতা। এরমধ্যে এক সাক্ষাৎকারে সিনেমার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে কথা বলেন রামচরণ।

নন্দামুরি বালাকৃষ্ণার টক শোতে সিনেমার প্রমোশনের জন্য উপস্থিত হন দক্ষিণী অভিনেতা। সেখানেই তিনি জানান, মেগাস্টার অমিতাভ বচ্চনের ব্লকবাস্টার হিট ছবি জাঞ্জিরের রিমেকে কাজ করার সিদ্ধান্ত ভুল ছিল। যার জন্য আজও অনুশোচনা করেন বলে জানান অভিনেতা। সেই সিনেমা ঘিরে দর্শকদের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু সিনেমা পর্দায় সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় সিনেমার টিম। যে কারণে প্রায় ভেঙে পড়েছিলেন এই অভিনেতা। কারণ শোনা যায়, এই সিনেমার প্রস্তাব গিয়েছিল অভিষেক বচ্চনের কাছে। কিন্তু তিনি না করে দেন।

১৯৭৩ সালের ক্লাসিক সিনেমা জাঞ্জিরে অমিতাভকে দেখা যায় অকুতোভয় পুলিশ অফিসারের চরিত্রে। আজও সিনেমার ছবির সংলাপ, দৃশ্য মনে রেখেছেন দর্শক। সেই গল্পকেই একটু অন্যরকমভাবে সাজিয়ে দর্শকদের সামনে আনা হয় ২০১৩ সালে। হিন্দির দর্শক রামচরণকে প্রথমবার অন্যরূপে দেখল, কিন্তু গ্রহণ করতে পারল না ৷ রামচরণ-প্রিয়াঙ্কা ছাড়াও সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় সঞ্জয় দত্ত, শ্রীহরি, প্রকাশ রাজ, অতুল কুলকার্নিকে। বক্স অফিসে চরম ব্যর্থ হয় এই সিনেমা।

আবারও রামচরণকে দেখা যাবে পুলিশ অফিসারের ভূমিকা। শঙ্কর পরিচালিত সিনেমায় দ্বৈত ভূমিকায় মাঠে নামছেন রামচরণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here