ফেসবুক ও ইনস্টাগ্রাম পোস্টের নতুন নিয়ম জানালেন জাকারবার্গ

0

ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে কনটেন্ট (আধেয়) তৈরি করে জনপ্রিয়তা পেয়েছেন অনেকেই। তারকাও বনে গেছেন কেউ কেউ। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের ওপর প্রভাব রাখতে সক্ষম ব্যক্তিরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। সময়ের সঙ্গে বেড়েই চলেছে এই মাধ্যম দুইটির ব্যবহারকারীর সংখ্যা। নতুন বছরে ফেসবুক ও ইনস্টাগ্রাম ইউজারদের নতুন তথ্য দিলেন মার্ক জাকারবার্গ।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, ফেসবুক ও ইনস্টাগ্রামে আর থাকছে না ফ্যাক্ট চেকার। সামাজিক মাধ্যমগুলোর মাদার কোম্পানি মেটার পক্ষ থেকে আসে এ ঘোষণা। তথ্যের সত্যতা যাচাইয়ের যে কাজটি ফ্যাক্ট চেকাররা করত, সেটি এখন ব্যবহারকারীরা ‘কমিউনিটি নোটের’ মাধ্যমে করবেন। যা অনেকটা ইলন মাস্কের এক্সের মতো। যুক্তরাষ্ট্র থেকে মঙ্গলবার জাকারবার্গ এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।

জাকারবার্গ বলেন, ফ্যাক্ট চেকাররা রাজনৈতিকভাবে খুবই পক্ষপাতদুষ্ট। তারা আস্থা অর্জনের চেয়ে আস্থা বেশি নষ্ট করেছে। যে উদ্দেশ্যে এটি করা হয়েছিল, তা না করে মুক্ত মতামতকে এবং মানুষের ধারণাকে বন্ধ করেছে তারা। তবে জাকারবার্গ স্বীকার করেছেন ফ্যাক্ট চেকার না থাকায় এখন থেকে তাদের প্লাটফর্মগুলোয় ক্ষতিকর কনটেন্টের সংখ্যা বৃদ্ধি পাবে। সূত্র : দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here