প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস। আইপিএল শুরু হয়ে গেলেও ফ্রাঞ্চাইজি এই ক্রিকেট প্রতিযোগিতায় লিটনের যাত্রা শুরু হচ্ছে রবিবার থেকে। এদিন সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দেবেন লিটন। যা নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স শিবির।
রবিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের ফ্লাইটে ঢাকা থেকে কলকাতা উড়াল দেবেন লিটন। যদিও তার দল তখন থাকবে আহমেদাবাদে। গুজরাট টাইটান্সের বিপক্ষে কলকাতা নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে সেখানে। দিনের ম্যাচ খেলে রাতেই আবার দলটি কলকাতার বিমান ধরবে।