বান্দরবানের আলীকদম উপজেলায় বিরোধের জেরে ছোট ভাই হত্যার ঘটনায় বড় ভাই আবু মুছাকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঠান্ডাঝিরি এলাকার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন জানান, নিহতের মা রাবেয়া বেগম বাদী হয়ে আলীকদম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হারুন রশিদের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে আবু মুছাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বাবুপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধ ও পালিত গরু বাছুর নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই নুরুল আবছার মামুনের (১৯) গায়ে কিল, ঘুষি মারে এবং কামড় দিয়ে তার বাম কানের নিচের অংশ ছিড়ে ফেলে বড় ভাই আবু মুছা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে নুরুল আবছারের মৃত্যু ঘটে। ঘটনার পর আবু মুছা পালিয়ে যায়। এতে বাদী হয়ে নিহতের মা রাবেয়া বেগম থানায় মামলা দায়ের করেন।