শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

0

গুম এবং জুলাই-আগস্টে গণহত্যা সঙ্গে যুক্ত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।‌

মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। 

তিনি বলেন, বিভিন্ন অপরাধে ৯৭ জনের পাসপোর্ট‌ বাতিল করা হয়েছে। এর মধ্যে জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িত ৭৫ জন এবং গুমের সঙ্গে যুক্ত থাকায় ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়।

তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে সেটি ভারতকেও জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা শেখ হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করেছে।

উপ-প্রেস সচিব বলেন, পাসপোর্ট নিয়ে একটা সুখবর আছে। বাংলাদেশি নাগরিকরা ই-পাসপোর্টের আবেদন করলে পাসপোর্ট প্রস্তুত হওয়ার পর একটা এসএমএস পান। এসএমএস সার্ভিসটা শুধু বাংলাদেশের ভেতরে চালু আছে। এসএমএস সার্ভিসটা প্রবাসীদের জন্য বিদেশেও চালু হচ্ছে।

তিনি বলেন, এছাড়া দাফতরিক জটিলতার কারণে প্রবাসীদের এক লাখ ৯৭ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্টিংয়ের জন্য আটকা ছিল। গত তিন সপ্তাহে এক লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছানো হয়েছে। এর বাইরে পাসপোর্ট সেবা সহজ ও পাসপোর্ট অফিস দালালমুক্ত করতে এজেন্ট নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের বই ছাপার কাজ চলতি মাসের মধ্যে শেষ হবে জানিয়ে আজাদ মজুমদার বলেন, এবার সময়মতো অনেকেই বই পায়নি, এ জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। দেশেই সব বই ছাপা হচ্ছে বলে কিছুটা দেরি হচ্ছে।

এ সময় প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, গতকাল জামায়াত আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। নির্বাচন, সংস্কার, জাতীয় ঐক্য, ব্যাংকিং সেক্টরের সমস্যাসহ নানা ইস্যুতে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। 

তিনি বলেন,৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট দেওয়ার কথা ছিল। তারা জানিয়েছে, ঠিক সময় কাজগুলো শেষ করতে পারেননি। কেউ কেউ সময় বাড়িয়েছিলেন। অন্তর্বর্তী সরকার আশা করছে, ছয়টা কমিশনের মধ্যে পাঁচটি কমিশন ১৫ তারিখের মধ্যে রিপোর্ট জমা দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here