ঘরের মাঠে সিলেটের লজ্জার হার

0

হারের বৃত্তে আটকে আছে সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠেও ফরচুন বরিশালের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সিলেট।

আজ মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২৫ রান তোলে সিলেট। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫৭ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় বরিশাল।

অল্প রান তাড়ায় নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় ফরচুন বরিশাল। রাকিম কর্নওয়েলের প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন তামিম ইকবাল। পরের ওভারে ৩ বলে ৪ রান করে নাজমুল হোসেন শান্তও একইভাবে আউট হন তানজিম হাসান সাকিবের বলে। এ ম্যাচে উইকেটরক্ষকের ভূমিকাতেও দেখা যায় শান্তকে।  

দুজনকে হারানোর পর অবশ্য আর বিপদে পড়তে হয়নি বরিশালকে। কাইল মেয়ার্সের সঙ্গে জুটি গড়ে হৃদয় দলের জয়কে নিয়ে আসে খুব কাছাকাছি। চার রান দূরে থাকতে ২৭ বলে ৮ চার ও ২ ছক্কায় ৪৮ রান করে তানজিম হাসান সাকিবের বলে বোল্ড হন হৃদয়। তার সঙ্গে ১১৬ রানের জুটি ছিল মেয়ার্সের। ৫ চার ও ৪ ছক্কায় ৩১ বলে ৫৯ রান করেন মেয়ার্স।  সিলেটের হয়ে তানজিম হাসান সাকিব ২ উইকেট ও রাকিম কর্নওয়াল একটি উইকেট পান।

এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। শূন্য রানের মাথায় সাজঘরে ফেরেন ওপেনার রনি তালুকদার। তার বিদায়ের ধাক্কা সামাল দেন রাকিম কর্নওয়াল-জাকির হাসান জুটি। পরে শাহীন আফ্রিদির বলে ক্যাচ দিয়ে ফেরেন কর্নওয়াল।

এরপর দলীয় ৭৬ থেকে ৮৩ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় দলটি।  

৮৯ রানে ৮ উইকেট হারিয়ে দল যখন খাদের কিনারায়, ঠিক তখনই ব্যাট হাতে দায়িত্ব নেন অধিনায়ক আরিফুল হক। ২৯ বলে ৩৬ রান করে ফাহিম আশরাফের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর ইনিংসের ১০ বল বাকি থাকতেই ১২৫ রানে অলআউট হয়ে যায় সিলেট স্ট্রাইকার্স।

বরিশালের হয়ে রিশাদ ও জাহানদাদ নেন ৩টি করে উইকেট। এ ছাড়া ফাহিম আশরাফ ২টি, শাহিন আফ্রিদি ও কাইল মেয়ার্স নেন একটি করে উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here