পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা!

0

মজার এক ঘোষণা দিয়েছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তাদের সিনেমা ‘জিন’। এই সিনেমায় জুটি বেঁধে পর্দায় আসছেন সজল নূর ও পূজা চেরী। 

ভৌতিক গল্পে বানানো সিনেমাটি কেউ একা দেখে  ভয় জয় করার সাহস দেখালেই সেই দর্শকের পাবে ১ লাখ টাকা।

এরপর চ্যালেঞ্জ ছুঁড়ে জাজ বলে, ‘আপনি কি পারবেন ‘জিন’ সিনেমাটি একা দেখতে, সম্পূর্ণ হলে আপনি একা? যদি পারেন তাহলে জানান। আমরা রেডি।’

জাজের ঘোষণায় আরও বলা হয়েছে ‘ভয়ের কারণে কোনো দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কতৃপক্ষ দায়ী নয়, হলের বাইরে একটি এম্বুলেস থাকবে, যদি সম্পূর্ণ সিনেমা না দেখতে পারেন, তাহলে আপনাকে হলের ভাড়া ও অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হবে, যদি সম্পূর্ণ সিনেমা দেখতে পারেন, আপনাকে কিছুই দিতে হবে না, জাজ মাল্টিমিডিয়া আপনাকে নগদ ১ লক্ষ টাকা দেবে এবং কোক নাস্তা খাওয়াবে বা দিয়ে দিবে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here