এআই নির্মিত ছবিতে মক্কায় শাহরুখ-গৌরী

0

নতুন বছরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে মক্কায় বলিউড বাদশাহ শাহরুখ খান, তার স্ত্রী গৌরী ও ছেলে আরিয়ান খান। তাহলে কি বিয়ের ৩৩ বছর পরে ধর্ম পালটে ফেললেন শাহরুখপত্নী গৌরী খান? এমন প্রশ্ন উঠেছে কৌতূহলী নেটিজেনদের মনে।

ছবিটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। আবার ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হল শাহরুখ-গৌরীর ছবিটি সম্পূর্ণ ভুয়া।

শাহরুখ, গৌরী ও আরিয়ান আসলে ডিপফেকের শিকার। ডিপফেক এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও-ছবি নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দিয়েছে। এর আগে রশমিকা মন্দানা, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, আমির খান, আলিয়া ভাট ডিপফেকের শিকার হয়েছেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। 

shahrukh
শাহরুখ খান ও গৌরীর সঙ্গে ছেলে আরিয়ান খান। ছবি: সংগৃহীত ছবি

এর আগে কফি উইথ করণের একটি শোতে গৌরী খান একবার জানিয়েছিলেন, শাহরুখ কখনই তাকে শর্ত দেননি যে তাকে বিয়ে করতে হলে গৌরীকে ধর্মান্তরিত হতে হবে। তিনি তার নিজের মতো করে নিজের ধর্মীয় বিশ্বাস পালন করেন। তাদের বাড়িতে যেমন ধুমধাম করে দিওয়ালি উদযাপিত হয় তেমনভাবেই ঈদ পালন করা হয়। দিওয়ালির সমস্ত দায়িত্ব থাকে গৌরীর কাঁধে, আর ঈদের দায়িত্ব নেন শাহরুখ।

শাহরুখ নিজেও একাধিকবার জানিয়েছেন, তিনি তার সন্তানদের সবসময় বলেন যে তারা আগে ভারতীয়। মানবিকতা, মনুষ্যত্বই আসল ধর্ম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here