আটকে পড়া ২২০ বাংলাদেশিকে কলকাতা বিমানবন্দরেই রাত কাটাতে হচ্ছে

0

ঘন কুয়াশা ও কম দৃশ্যমান্যতার কারণে সোমবার ভোরের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল মালয়েশিয়া থেকে ঢাকাগামী বিমান ‘ম্যালিন্দো এয়ার’ এর বিমান ওডি-১৬২। ওই বিমানের যাত্রী ছিলেন প্রায় ২২০ জন বাংলাদেশি নাগরিক। 

কিন্তু সোমবার বেলার দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেও ‘ম্যালিন্দো এয়ার’ কর্তৃপক্ষ তাদের ঢাকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করেনি। এমনকি যাত্রীদের পর্যাপ্ত থাকার ব্যবস্থা ও খাওয়ার ব্যবস্থাও এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হয়নি বলে অভিযোগ। ফলে সোমবার সকাল থেকে দীর্ঘক্ষণ সময় ধরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের ট্রানজিট পয়েন্টে আটকা পড়েছে বাংলাদেশি ওই যাত্রীরা। 

জানা গেছে কুয়ালালামপুর বিমান বন্দর থেকে রবিবার, ৫ জানুয়ারি স্থানীয় সময় রাত ১০টায় বিমানটি ছাড়ার কথা থাকলেও সেখানে প্রায় ১ ঘণ্টা দেরিতে ছাড়ে। বিমানটি সোমবার ভোর ৩ টায় ঢাকা পৌঁছানোর কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানটি ২২০ জন যাত্রী নিয়ে ঢাকার বদলে পার্শ্ববর্তী কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর থেকে যাত্রীরা ট্রানজিট পয়েন্টেই আটকা রয়েছে। 

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। একপর্যায়ে বিমানের নারী, শিশু ও অসুস্থ রোগীদের অনুরোধে মানবিক খাতিরে তাদের সিকিউরিটি চেকপয়েন্টের যাত্রী প্রতীক্ষালয়ে নিয়ে আসা হয়। সেই প্রতীক্ষালয়ের একটি সংক্ষিপ্ত ভিডিও ইতি মধ্যেই ভাইরাল হয়েছে। যেখানে অসুস্থ রোগীদের হুইলচেয়ারে করে চলাফেরা করতেও দেখা গেছে। 

স্বাভাবিকভাবে ওই যাত্রীরা কখন নিজ দেশে ফিরতে পারবে সে বিষয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। যদিও উদ্ভূত পরিস্থিতি সমাধানে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার ওই সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাওয়া হয়। অবশেষে সোমবার রাতে ওই বিমান সংস্থার সাথে প্রাথমিক কথা হয় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের। 

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সেক্ষেত্রে সোমবার কলকাতা বিমানবন্দরেই ওই বাংলাদেশি যাত্রীদের রাত কাটাতে হবে। কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা স্বাভাবিক থাকলে মঙ্গলবার সকালের দিকে বাংলাদেশি যাত্রীদের নিজেদের দেশে ফিরে যাওয়ার বন্দোবস্ত করবে মালয়েশিয়ান বিমান সংস্থাটি। 

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ডিরেক্টর প্রভাত রঞ্জন বেওরিয়া বলেছেন, ‘ঘন কুয়াশা ও কম দৃশ্যমান্যতার কারণে সোমবার সকাল ৭.১০টা থেকে ৯ টা পর্যন্ত কোনো বিমান ওঠানামা করেনি। ৩০টি বিমান কলকাতায় নামার এবং ৩০ টি বিমান কলকাতা থেকে ছাড়ার ক্ষেত্রে বিলম্ব হয়েছে। বিমানবন্দরের টার্মিনালে আটকে পড়া যাত্রীদের সুবিধার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে।’  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here