নাটোরে মাছ চুরির মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

0

নাটোরের গুরুদাসপুরে মাছ চুরির ঘটনায় করা মামলায় জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালামকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

২০২২ সালে নিজ এলাকার একটি পুকুর থেকে মাছ লুটের মামলায় সোমবার(৬ জানুয়ারি) দুপুরে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান সুমনের আদালতে আত্নসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ এপ্রিল বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের বর্নি এলাকার আব্দুর রহিম নামে এক মৎস্যজীবীর পুকুর থেকে মাছ লুটে ঘটনায় ওই সময়ই মামলা দায়ের করেছিলেন মৎস্য চাষী আব্দুর রহিম।

নাটোর আদালতের পুলিশ পরিদর্শক মোহা. মোস্তফা কামাল এতথ্য নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here