দুমকিতে গোয়াল ঘরে আগুন লেগে সর্বস্বান্ত কৃষক

0

পটুয়াখালীর দুমকিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের ৪টি গাভীসহ গোয়ালঘর পুড়ে অন্তত ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সোহরাব মৃধার ছেলে মো. শামিম মৃধার গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ২টার দিকে শামিম মৃধার সেমি-পাকা গোয়াল ঘরের টিনের চালাসহ চার পাশের বেড়া, কাঠের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে এবং ভিতরে ৪টি গরু পুড়ে মারা গেছে। এর মধ্যে ২টি গাভী ও ২টি বড়  গরু ছিল। 

অপর পাশে আরও ৩টি বাচ্চা গরু অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রতিবেশী ছালাম সিকদার জানান, চিৎকারের শব্দ পেয়ে রাত ২টার দিকে এলাকার লোকজন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। গোয়াল ঘর থেকে ৩টি বাছুর বের করি এবং ৪টি গরু জ্বলন্ত আগুনে পুড়ে মারা যায়। 

শামিম মৃধা বলেন, কিভাবে আগুন লেগেছে তা বলতে পারছি না। গরুর চিৎকার শুনে হানিফ মৃধাকে ডেকে উঠাই এবং বাহিরে এসে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ্বলছে। ৭টি গরুর মধ্যে ৪টি বড় গরু মারা গেছে। অপর ৩টি বাছুরও পুড়ে গুরুতর আহত হয়েছে। কিভাবে আগুন লেগেছে তা এই মুহূর্তে বলতে পারছি না। অগ্নিকাণ্ডে আমি সর্বস্বান্ত হয়ে গেছি। গরু ও ঘরসহ প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

দুমকি থানার উপ-পুলিশ পরিদর্শক মো. সজীব হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি এবং প্রাথমিক তদন্তের কাজ শেষ করেছি। তবে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। 

দুমকি থানার অফিসার্স ইনচার্জ জাকির হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here