শ্রীলঙ্কা সফরে নিজেকে বিশ্রাম দিবেন অজি অধিনায়ক

0

ভারতের বিপক্ষে ৩-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়েছেন অস্ট্রেলিয়া। যে কারণে শ্রীলঙ্কা সফরে অজিদের গুরুত্ব হারিয়েছে। আর তাই নিজেকে এই সিরিজ থেকে সরিয়ে নিয়েছেন দলটির নিয়মিত অধিনায়ক।

চার বছর আগে টিম পেইনের কাছ থেকে অধিনায়কের দায়িত্ব বুঝে পেয়েছেন প্যাট কামিন্স। দায়িত্বে থাকাকালে হয়তো এবারই প্রথম সম্পূর্ণ কোনও সফর মিস করতে যাচ্ছেন। আর সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার পরর্বতী শ্রীলঙ্কা সফর। দ্বিতীয় সন্তান জন্মের অপেক্ষা করছেন কামিন্স ও তার স্ত্রী। আর এই সময় দূরে থাকার যন্ত্রণায় ভুগতে চান না তিনি। 

কামিন্সের নেতৃত্বে এই সময় প্রতিটি দ্বিপক্ষীয় ট্রফি নিশ্চিত করেছে অজি দল। তাছাড়া ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে নিশ্চিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। তাই সিডনিতে জয়ের পর তাকে প্রশ্ন করা হয়েছিল, ক্রিকেটে সব তো পাওয়া হয়েই গেলো। আর কিছু বাকি আছে কিনা? জবাবে কামিন্স বলেছেন, ‘প্রথমত, আমি যা ভালোবাসি সেটাই করি। টেস্ট ক্রিকেট খেলা, দল ও সাপোর্ট স্টাফের সঙ্গে কাজ করার পেছনে এটাই আমার মূল শক্তি। ’

কামিন্সের অনুপস্থিতিতে আসন্ন সফরে নেতৃত্ব সামলাতে পারেন স্টিভেন স্মিথ। তবে কামিন্স যে শ্রীলঙ্কা সফর শেষে পুনরায় তার দায়িত্বে ফিরতে চান সেটাও জানিয়েছেন, ‘এটার সব কিছুই ভালোবাসি। উপভোগ্যও আমার কাছে। যদি বিষয়টা আরও কিছুদিন চালিয়ে যেতে পারি, সেটা আমার জন্য আরও ভালো হবে।’

আগামী ২৯ জানুয়ারি গলে শুরু হবে দুই ম্যাচ টেস্টে সিরিজের প্রথমটি। এরপর দুই দল একটি ওয়ানডে ম্যাচ খেলবে। যেই ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৩ ফেব্রুয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here