এবার চায়ের দেশ সিলেটে বিপিএল টি-টোয়েন্টি উৎসব। সিলেট পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রংপুরের বিপক্ষে ব্যাট করতে নামছে সিলেট।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হোসেন সোহান। সোমবার লাক্কাতুরায় সিলেট পর্বের প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে।
রংপুর রাইডার্সের একাদশ : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, অ্যালেক্স হেলস, আজিজুলহক তামিম, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, সাইফউদ্দিন, শেখ মেহেদী, রাকিবুল, নাহিদ রানা ও আকিফ জাভেদ।
সিলেট স্ট্রাইকার্স : আরিফুল হক (অধিনায়ক), জর্জ মুনসি, পল স্টার্লিং, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান সাকিব, নাহিদ উজ জামান, রিস টপলি, আল আমিন হোসেন ও অ্যারন জোন্স।