জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে গণঅধিকার পরিষদ

0

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলায় ২ আসামিকে গ্রেফতার ও মিথ্যা প্রপাগান্ডার প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ।

সোমবার গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, আজ দুপুর ২টায় বিএসএমএমইউ (পিজি হাসপাতাল, শাহবাগ), জরুরি বিভাগের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ সংবাদ সম্মেলনে ফারুক হাসান উপস্থিত থাকবেন। এছাড়া গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনসহ অন্য নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, এর আগে শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে ফারুক হাসানের ওপর হামলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here