সম্প্রতি ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দিতে সরকারের সুদৃষ্টি কামনা করেছে আমিরাতে সংবাদ কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই। শুক্রবার (৭ এপ্রিল) প্রেসক্লাবের জরুরি সভায় এ দাবি জানানো হয়।
বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সভাপতি শিবলী আল সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক এস এম মুদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক মুহাম্মদ ইছমাইল, প্রচার সম্পাদক মুহাম্মদ শাহজাহান, দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও সদস্য শাফায়াত উল্লাহ, মুহাম্মদ ওসমান চৌধুরী, মুহাম্মদ ইরফানুল ইসলাম, জাসেদুল ইসলাম, আশরাফুল ইসলাম ভূইয়া, মুহাম্মদ নিয়াজ, আরিফ সিকদার বাপ্পী, ইয়াসির আরাফাত খোকন ও মুহাম্মদ উসমান সরওয়ার।