চ্যাম্পিয়ন্স লিগ ছেড়ে কেন প্রিমিয়ার লিগের শিরোপায় নজর সালাহর

0

লিভারপুলে নিজের শেষ দেখছেন মোহামেদ সালাহ। ইংলিশ ক্লাবটির হয়ে সম্ভাব্য বিদায়ী মৌসুমটি স্মরণীয় করে রাখতে চান তারকা এই ফরোয়ার্ড। এর জন্য চ্যাম্পিয়ন্স লিগ নয়, প্রিমিয়ার লিগ জিততে মুখিয়ে আছেন তিনি।

লিভারপুলের সঙ্গে সালাহর চুক্তি চলতি মৌসুমের শেষ পর্যন্ত। তার নতুন চুক্তি নিয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছে ইংলিশ ফুটবলে। কিন্তু এখনও তেমন কোনো অগ্রগতি না হওয়ার কথা শুক্রবার আরেকবার বলেছেন তিনি। স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকালে ৩২ বছর বয়সী ফুটবলার বলেন, এখন অবধি লিভারপুলে এই মৌসুমই তার কাছে শেষ মনে হচ্ছে।

তিনি জানান, “এখন পর্যন্ত? হ্যাঁ (লিভারপুলে আমার শেষ মৌসুম)। গত ছয় মাসে ওই জায়গায় (চুক্তির) কোনো অগ্রগতি নেই। অগ্রগতি থেকে আমরা অনেক দূরে, তাই আমাদের কেবল অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কি হয়।”

লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে অ্যানফিল্ডের ক্লাবটি। ১৮ ম্যাচ খেলে টেবিলে ৪৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল দ্বিতীয় স্থানে ৩৯ পয়েন্ট নিয়ে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০১৯-২০ মৌসুমে লিগ শিরোপা জেতা লিভারপুলের এবারের চমৎকার পথচলায় দারুণ পারফরম্যান্স উপহার দিচ্ছেন সালাহ। লিগে ১৮ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি ১৩ অ্যাসিস্ট করা এই ফুটবলারের এখন একটাই চাওয়া, প্রিমিয়ার লিগের ট্রফিতে চুমু আঁকা।

সালাহ বলেন, “(মৌসুমের শুরুতে চাওয়ার) তালিকায় ছিল লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জেতা। গত সাত-আট বছর ধরে বিভিন্ন সাক্ষাৎকারে আমি সবসময় বলেছি, চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। কিন্তু এই প্রথম বলছি, আমি সত্যিই লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিততে চাই।”

ইউরোপ সেরার মুকুট নয়, কেবল ইংল্যান্ডের সেরা হতে চাওয়ার পেছনের কারণও ব্যাখ্যা করেছেন সালাহ। তিনি জানান, “(এই চাওয়া কি কারণে) আমার কোনো ধারণা নাই। সম্ভবত এটার কারণ হতে পারে, (সবশেষ) যেবার জিতেছি সেবার আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে উদযাপন করতে পারিনি। একই সঙ্গে এই ক্লাবে এটা আমার শেষ বছর। তাই এই শহরের (লিভারপুল) জন্য বিশেষ কিছু করতে চাই। এটাই আমার ভাবনায় আছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here