প্রেক্ষাগৃহে বছরের প্রথম সিনেমা ‘মধ্যবিত্ত’

0

একটি সাধারণ পরিবারের সদস্যদের যাপিত জীবনের গল্পে এসেছে বছরের প্রথম সিনেমা ‘মধ্যবিত্ত’। তানভীর হাসান পরিচালিত সিনেমাটি শুক্রবার থেকে ১৩টি প্রেক্ষাগৃহে চলছে।

হাসান জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি মল, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও উত্তরার ম্যাজিক মুভি থিয়েটারে দেখা যাচ্ছে সিনেমাটি। আর ঢাকার বাইরে রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ, ফরিদপুরের বনলতা সিনেমা, ময়মনসিংহের পূরবী সিনেমা, দিনাজপুরের মডার্ন সিনেমা, সাপাহারের নসীব সিনেমা, কুলিয়ারচরের রাজ সিনেমা, গোপালদীর চলন্তিকা সিনেমা, টেকেরহাটের সোনালী সিনেমা এবং মধুপুরের মাধবী সিনেপ্লেক্সে ‘মধ্যবিত্ত’ দেখতে পাবেন দর্শকরা।

‘মধ্যবিত্ত’কে ‘সমাজের প্রতিচ্ছবি’ হিসেবে আখ্যা দিয়েছেন পরিচালক তানভীর। তিনি জানান, “প্রতিটি মধ্যবিত্ত পরিবারের সদস্য এই সিনেমার গল্পে নিজেদের খুঁজে পাবেন।”

সিনেমায় অভিনয় করেছেন শিশির সরদার, এলিনা শাম্মী, ওমর মালিক, মাইশা প্রাপ্তি, মাসুম আজিজ, রেবেকা রউফ, সমু চৌধুরী, সাবেরী আলমসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here