পঞ্চগড়ে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে হাড়িভাসা ইউনিয়ন পরিষদ মাঠে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সাবেত আলী এ কার্যক্রম উদ্ধোধন করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনায় বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, হাড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ। এসময় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠির পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় তিনজন ভিক্ষুককে অটোভ্যান, একজনকে মুদি দোকান, চারজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, হাড়িভাসা বাজারের ময়লা বহনের জন্য দুটি ট্রলি, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সহযোগিতায় অসহায় দুস্থ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার লায়লা আরজুমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী, উপকারভোগীর পরিবারের সদস্যসহ সুধিজনেরা উপস্থিত ছিলেন।