নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ‘আমরা আওয়ামী মার্কা বিএনপি দেখতে চাই না। আমরা আপনাদেরকে সতর্ক থাকতে বলি, যারা উল্টি পাল্টি খেয়ে সুবিধাবাধী চরিত্রের অধিকারীর পরিচয় দিয়েছে। যারা উল্টি-পাল্টি খায়, সুবিধা দেখলে দলে মাথা বের করে, আর দলের বিপদ দেখলে মাথা ভিতরে নিয়ে যায়। তাদের নেতৃত্বে এই জনগণ মেনে নিবে না।’
শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জ থানার ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দলের সকল নেতাকর্মীদের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন রোজেল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা, যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফা, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন লালা, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সম্পাদক ফয়সাল, শহিদুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সহ সভাপতি রিপন সরকার, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, আজহার, সহ সম্পাদক সম্রাট আকবর, সদস্য সিফাতুর রহমান রাজু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো: আরিফ, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রুপা, যুবদল নেতা শাহিন, শওকত হোসেন।