কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গত ২৪ আগস্ট থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ওই ছাত্রলীগ নেতার নাম জাহাঙ্গীর হাসান (৩১)। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি উপজেলার সদকী ইউনিয়নের মৃত সাদেক আলীর ছেলে।
পুলিশ জানায়,গত ৫ আগস্ট বিকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় মিছিলে হামলার অভিযোগে গত ২৪ আগস্ট বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন সমন্বয়ক আসাদুজ্জামান আলী। মামলায় উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদসহ ২৪ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয় ১০ থেকে ১৫ জনকে। ওই মামলায় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরকে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, ২৪ আগস্ট থানায় দায়েরকৃত মামলায় জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।