নিখোঁজের ৫ দিন পর এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

0

ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের পাঁচ দিন পর পেঁয়াজ ক্ষেত থেকে কামাল মৃধা (৪২) নামের এক ব্যক্তির অর্ধগলিত গলাকাটা মরদেগ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার রাতে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামের একটি পেঁয়াজ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

কামাল মৃধা ভোজেরডাঙ্গী গ্রামের মৃত বিল্লাল মৃধার ছেলে। গত ৩০ ডিসেম্বর কামাল মৃধা নিখোঁজ হয়। এরপর থেকে কোথাও তার সন্ধান পাচ্ছিল না পরিবার।

নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, পেঁয়াজের ক্ষেত থেকে নগরকান্দা উপজেলার ভোজেরডাঙ্গী গ্রামের কামাল মৃধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here