বছরের শুরুতেই এলো ‌‌‘প্রবাসীর স্ত্রী ২’

0

‘প্রবাসীর স্ত্রী’ নাটকের ব্যাপক দর্শকপ্রিয়তার পরে এবার এলো ‌‌‘প্রবাসীর স্ত্রী ২’। নির্মাতা জিয়াউদ্দিন আলম পরিচালিত নাটকটি গতকাল শুক্রবার স্কাইভিউ ফিল্মস-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে।  

আসাদুজ্জামান সোহাগের লেখা ‘প্রবাসীর স্ত্রী ২’ নাটকে ফের জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান ও মডেল অভিনেতা রুশো শেখ। গত বছর এই জুটির ‘প্রবাসীর স্ত্রী’ নাটকটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল।

নাটকের গল্পে, প্রবাসীর স্ত্রী নিরুর জীবনের নিদারুণ কষ্টের গল্প উঠে এসেছে। যেখানে প্রবাসী স্বামী সন্তানকে অস্বীকার করে। রাগের মাথায় মিথ্যা অপবাদ দিয়ে তাকে তালাকও দেয়। শ্বশুরবাড়ির নির্যাতনে মাত্রা বেড়েই চলে নিরুর ওপর। আর একের পর এক ঘটনা ঘটতে থাকে। এভাবেই এগিয়েছে নাটকের কাহিনি।

নাটকটি নিয়ে খুব ভালো রিভিউ দিচ্ছেন দর্শকরা। নাটকটিতে অহনা-রুশো ছাড়ারও অভিনয় করেছেন জেরিন খান রত্না, শিশুশিল্পী আদিবা সুলতানা, পৃথা, সৈয়দ শিপুল, টুম্পা মাহবুব প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here