ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডকে বছরে ৩ কোটি ৫০ লাখ পাউন্ড বেতনের প্রস্তাব দিয়েছিল সৌদি প্রো লিগ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৩০ কোটি টাকা)। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই ইংলিশ ফরোয়ার্ড। এর ফলে, রাশফোর্ড সাপ্তাহিক ৬ লাখ ৭৫ হাজার পাউন্ড (প্রায় ১০ কোটি ২২ লাখ টাকা) বেতন পাওয়ার সুযোগ হারালেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানায়, রাশফোর্ড সৌদি আরবের তিনটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এসব প্রস্তাব মেনে নিলে তিনি সৌদি প্রো লিগের শীর্ষ ১০ পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের তালিকায় চলে আসতেন। সৌদি আরবে খেললে একটি বিশেষ সুবিধাও ছিল- আয়কর ছাড়, যা ইংল্যান্ডে থাকা অবস্থায় তাকে ৪৫ শতাংশ দিতে হয়।
রাশফোর্ড বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ২০২৮ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ। তবে, এই মৌসুমে তার পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ায় ইউনাইটেড তাকে বিক্রি করার পরিকল্পনা করেছে। এমনকি রাশফোর্ড নিজেও নতুন চ্যালেঞ্জের খোঁজে আছেন। যদিও এখনও অন্য কোনো ক্লাব থেকে পছন্দসই প্রস্তাব আসেনি।
আরেকটি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান দাবি করেছে, ইউনাইটেড নাকি রাশফোর্ডকে নাপোলির ভিক্টর ওসিমেনের সঙ্গে অদলবদল করার কথা ভাবছে।
দ্য টাইমস জানায়, রাশফোর্ড ইউরোপে থাকতে চান এবং তার ইচ্ছা ইংল্যান্ড জাতীয় দলে ফিরে আসা। তবে, সৌদি প্রো লিগে যোগ দিলে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা ক্ষীণ হতে পারে, এমন চিন্তা থেকেই তিনি ওই লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
গত দুই বছরে সৌদি প্রো লিগে- ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, করিম বেনজেমা, সাদিও মানেসহ অনেক তারকাদের আনতে পেরেছে। তবে, ইংলিশ প্রিমিয়ার লিগের তুলনায় সৌদি লিগের মান এখনও অনেক কম তা সবার জানা।