আর্চার দম্পতির আমেরিকা যাওয়া নিয়ে রহস্য

0

তারকা দুই আর্চার অসীম কুমার দাস ও হাকিম আহমেদ রুবেল যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন আগেই। এবার তাদের পথ ধরলেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। গত শনিবার এই আর্চার দম্পতি যুক্তরাষ্ট্রেই গেছেন বলে জানা গেছে।

তারা কি বেড়াতে না স্থায়ীভাবে থাকতে গেছেন তা কেউ জানেন না। এমনকি ফেডারেশনের কেউ জানেন না আর্চার দম্পতির যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা।

কোচ মার্টিন ফ্রেডরিখও বললেন, ‘তাদের বিষয়ে আমি কিছুই জানি না।’ ২০২১ সালে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশ আর্চারি দলের সদস্য ছিলেন রোমান ও দিয়া। অসীম ও রুবেলও ছিলেন সেই দলের সদস্য। আগের ভিসা কাজে লাগিয়েই চারজন দেশ ছেড়েছেন ফেডারেশনের অনেকে সন্দেহ করছেন।

পারফরম্যান্সের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন রোমান। মাঝে স্বেচ্ছায় অবসর নিলেও তৎকালীন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের অনুরোধে আবার ফেরেন। তবে তার স্ত্রী দিয়া ছিলেন ক্যাম্পেই। ফেডারেশনের চুক্তিবদ্ধ আর্চার। তিনি অনুমতি ছাড়া কীভাবে আমেরিকায় গেছেন তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here