এফডিসিতে অরুণা বিশ্বাসকে ‘ইভটিজিং’ এর অভিযোগ

0

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) গিয়ে ইভটিজিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অরুণা বিশ্বাস। এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে চিঠি দিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এই চিত্র নায়িকা। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর লেখা চিঠিতে অরুণা বিশ্বাস অভিযোগ করেন, আমি অরুণা বিশ্বাস, চলচ্চিত্র শিল্পী, পরিচালক, প্রযোজক ও কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও সদস্য, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। আমি গত ২ মার্চ  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত হই । সভা শেষ হওয়ার মুহূর্তে সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক আরমান আমার শরীর সম্পর্কে কুরুচিপূর্ণ ও অসম্মানজনক মন্তব্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here